তালগাছ কিন্তু আমার
     এম,এ,সালাম
      ১৪-১১-২০


যে যাই বলুন না কেন?
আমার কিন্তু তালগাছ,
মতের যদি দ্বিমত হয়
সব শ্রম কিন্তু তচনচ।


শালিসি  করবেন ভাল
মতের প্রধান্য দিয়েন,
পরামর্শের প্রয়োজনে
কিছু বুদ্ধি চেয়ে নিয়েন।


কত গন্যমান্য এই শালিসি?
বহুবার করে গেছে,
আমার মত না নেওয়ায়
সবই হইছে  মিছে।


মতের বিরোধ  করে যদি
পক্ষের পছন্দের বাইরে,
কর্কষ ভাষায় কথা বলে
মনে কষ্ট পাই ভাইরে।


বিপক্ষ সম্পত্তি পাইবে
আমি ভাল করেই জানি,
তালগাছ না দিলে আমায়
এই মধ্যস্ততা নাহি মানি।