তেল মারে মাথে
  এম,এ,সালাম
  ০৭-১২-২০২১
==============
তেল মারিয়া মাথে সুজন
   বন্ধুয়ার রূপ ধরেছে,
পাশে পাশে থেকে তোমার
   ভবিষ্যতকে মেরেছে।।


এই তেল যে সরিষার  নয়
    একদম পামওয়েল,
কাঁচা চুলায় ঝাল ঝালিয়ে
   করতে আছে বয়েল।।


সুজন চিনে প্রেম করে যে
   তার প্রেম কত খাঁটি,
অপাত্রে তেল ঢালিয়ে বন্ধু
   হয়ে যাবে যে মাটি।


হায় সুসময়ের বন্ধুরা এখন!
   পাশে ঘিরে বইসাছে,
রসের গোলক মজা কইরা
   পেট ভইরা খাইতেছে।।


ওই স্বার্থ যখন ফুঁড়িয়ে যাবে
   বাধবে মনে ঘাঁ-টা,
ওই সুজন বন্ধু দূর থেকে যে
   দিবে তোমায় টা  টা।।


হায় হায় করে  বলবে তুমি!
    হয়ে গেলাম একা,
স্বার্থের স্বর্গে বাস করিয়া যে
   হলাম আমি বোকা।