ঠাকুরঝি
এম,এ,সালাম
২৪-০৪-২১
~~~~~~~~~~~~~~
পতির থাকলে ছোট বোন
গিন্নীর হয় যে ননদ,
ননাস ভাবির আত্মীয়তায়
লাগে না যে  সনদ।


নন্দা, শৌহর ছোট বোন
কতো যে  আপন,
মিলেমিশে এক পরিবারে
কাটে জীবন যাপন।


মাঝে মাঝে ফষ্টি নষ্টিতে
কাটে দিন রাতি,
তারপরও দুজন দুজনার
হয়ে থাকে সাথি।


নন্দা সতত ভাবীর কাছে
ধরে কিছু বায়না,
বায়না মত সেইটা দিলে
অন্য কিছু চায় না।


থাকে দুজন একই সাথে
মার্কেটে এক সাথে,
খাওয়া দাওয়ার ভাবটাও
যেন দুধে ভাতে।


ভাবী ছাড়া যে নন্দাইস
একা কিচ্ছু বুঝে না,
ঘুমের সময় ভাই ছাড়া
ভাবী কিচ্ছু বুঝে না।