থমকে যাবে জীবন(২০১৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০১-২০২৩
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
আমি করেছি শুধু অবহেলা
হেলায় কাটছে কত বেলা?
এদিক সেদিক ঘুরে,
সায়াহ্ন যে আসছে নেমে
হায় জীবনটা যে যাবে থেমে
ঘোর অমানিশার তরে।


আমি ভাবিনি এই সব কথা
মনে করছি সব স্বাধীনতা,
চলেছি নিজের মত ,
মেঘের ভেলায় ইচ্ছে ঘুড়ি
হাবলুর মত নাটাই নাড়ি
সময় ব্যয় করেছি কত?


আমি করেনি তো কোন কর্ম
সদা কেড়ে নিচ্ছি স্বপ্নের ধর্ম,
আবেগের প্রবন বশে,
সময়টা যে খুব খারাপ যাচ্ছে
অবহেলায় সবই নষ্ট হচ্ছে
ভাগ্যে চাকা যাচ্ছে কষে।


সদা থাকি বেহুশ আসে না হুশ
শ্বাস ফুড়ালে জীবন টুস,
হায় বুঝি না কিসের অলসতা
মরণ আসলে তো মানবে না
যত আদর যত্নে থামবে না,
ভেংগে সব আপন প্রথা