থৈথৈ প্লাবনে (১৮১৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৬-২০২২
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
কত আহাজারি শুনি আজ বন্যার প্লাবনে?
জলেভাসা মানুষের কি উপায় হবে জীবনে।
ওখানে খাবার নেই,পানি নেই,ক্ষুধায় অস্থির
মানুষ পশুপাখি যায় ভেসে দুর্যোগ হারানীড়।


সকল বুড়ো শিশু নিরুপায়,নিরান্ন নাজেহাল
ঝড়ে বৃষ্টির তুফানে-বন্যায় সিলেটে নামে ঢল।
অসহায় দিক ভোলা মানুষগুলো উদ্বাস্তু হন্যে
বুকে-কষ্ট,চোখে জল ক্ষুধাতুর গাছেঠাই বন্যে।


সিলেটে হাজার হাজার গ্ৰাম ঐ প্লাবনে ভাসছে
বুক-ফাটা চিৎকারে অসহায় বানভাসি কাঁদছে।
আহা চারিদিকে কত দুর্যোগ!দুর্ভোগে দেখিহায়
প্রভু  সিলেটিদের রহম কর,দয়া চাই নিরুপায়।


চারিদিকে পশু-পাখি মৃত-লাশ,ভাসে ঐ পানিতে
হাত বাড়ান ভুখামঙ্গা লঙ্গরখোল-এজাতি বাঁচাতে।
হায়রে সুনমগঞ্জবাসী আজ গজবের তলেদেশ
রাষ্ট্র আমলা চুপ কেন!চোরে খুঁড়ে খাচ্ছে দেশ।