থ্রী ইন ওয়ান
এম,এ,সালাম
  ১২-০৪-২১
==================
বসন্ত আজ শেষে সীমান্তে
গ্রীষ্ম আসছে বঙ্গে,
জগত মাঝে বিধির খেলা
চলছে নানান রঙে।


লকডাউনের বাত আসছে
আসছে ত্রিশ রোজা,
সূর্যটা আজ মাথার উপর
তাপ  দিচ্ছে সোজা।


শুরু হচ্ছে গ্রীষ্মের দাবদাহ
প্রখর তপ্ত-দগ্ধ দিন,
হঠাৎ  করে কালোবৈশাখী
করে দিবে সব মলিন।


বিহঙ্গের নীড়  তালমাটাল
গরীবের খড়ের চালা,
কালোবৈশাখী রোজার কষ্ট
গরীবের কি জ্বালা?


ঈশান কোনের কালোলিলা
পাগলের মত ধয়ায়,
গাছ গাছালি উপড়ে নিয়ে
মাটিতে নাকি গড়ায়।


কালবৈশাখী করোনার চোট
ছুঁয়ে যায় সারা অঙ্গ,
সারা বিশ্বের  ত্রিশ রোজা,
কালবৈশাখীর বঙ্গ।


কালবৈশাখী আসবে যাবে
এই না সোনার দেশে,
হাসি-কান্নায় মান অভিমান
ছুঁইবে দিনের শেষে।