তবু আশা জাগে (২০০৯তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০১-২০২৩
==========================
তোমার গোলাপি ঠোঁটের ভাঁজে ভাঁজে
প্রেমের রসনা বিলাতে এখনও উদ্বেল,
আগ্রহ বাসনা ব্যাকুল তপ্ত নিঃশ্বাস।
উত্তাল ঢেউয়ের মত এখনও সাধ জাগে
আমি আছরে পড়ি ওই মুহূর্মুহূ উচ্ছ্বাসে,
বিষখালী খরস্রোতা নদীর উপকূলে।


বয়সের সারিতে স্বপ্ন দেখার সময় নেই
তবুও রাতজাগা অতন্দ্র প্রহরীর মতো
কুয়াশার চাঁদর মুরি দিয়ে ঘুরে বেড়াই ওই
ঢেউ উঠা নক্ষত্র আলো-আঁধারের বুকে।
পূর্ণিমা চাঁদের জোছনা আর খুঁজি নেই
মেঘে ঢাকা পৌষের আকাশ শীতার্তদের
পরিশ্রান্ত দেহে তবু কেন বাসনা জাগে
হিম শীতল বুকের শান্ত ওই সরোবরে ডুব
সাঁতারে মেতে উঠি পানিকৌড়ি মন নিয়ে।


এখনও আবেগ ধীরে বহা ধমনীর ধারায়
পুরুষ জেগে উঠে বিপ্রতীপ স্রোত হয়ে,
বসন্ত হাওয়ায় আসে বনে ফাগুন হয়ে
কৃষ্ণচূড়া রঙের আগুন জ্বালায় প্রাণে।
নিঃস্তেজ দেহে সাধ জাগে মধুর কুহূরবে
তোমার কানন সাজাই রঙের হিল্লোলে
পাতাঝরা শেষ হলে আবার বসন্ত পেয়ে
ভরে যায় রঙ তুলিতে রিক্ত শাখা নদীর তটে।


ষড় ঋতুর বদল হয় ধরাবাঁধা কিছু নিয়মে
তখন পাল্টে যায় ধরার নানা রুপ রস গন্ধ
তখন সবই হয় শুধু ভালোবাসা হয় অমলিন
তখন ঝড় বয়ে যায় রঙের বদল ভুবনে।
তখন নিয়তির ঝড়ে ভাঙে সুখ তোলা নীড়,
ঘরে তুলি আবার প্রেমের রোমান্টিক তরী
ক্ষয়ে ধুয়ে যাবে না প্রেমের মজবুত বাঁধনে।