তোমায় দেখতে মনে চায়(রোমান্টিক)
        এম,এ,সালাম
          ২৪-০৯-২০


তোমার বিভূষায় বাউড়া ছিলাম
       হাজারো বাধার  পরে,
তোমার মঞ্জিমা  মনে পরিলে
     মন থাকিতে চায় না ঘরে।


তোমার খুবসুরতি দর্শিতাম যেদিন
      সেদিন মন প্রাণ লাগিত ভাল,
তোমার সুষমামণ্ডিত  কথা গুলো
        আজও আমি করি ফলো ।


তোমার দৃষ্টি নন্দন অক্ষীযুগল
    যেদিন আমাকে করিত ফলো,
তোমার নয়ন ভোলানো চাহনিতে
     আমার কত যে লাগিত ভাল।


তোমার অঙ্গ সুষমা দেহকান্তি ভাব
     প্রেম রসে ছিল পরিপূর্ণ,
তোমার প্রসাধন ও কেশবিন্যাস
     আমায় করিত কত মাধুর্য।


তোমার অধররঞ্জনী নখররঞ্জনী
     আঁখি কেড়ে নিত আমার,
তোমার গলে ও হাতের বিভূষন
      মন কেড়েছে আমার।


তোমার কিঙ্কিনী রূপালী গুঙুর
   তুমি হাটিতে যখন পরে,
তোমার ঢেঁড়ি ঝুমকো গুজুরিপঞ্জম
   সতত আমায় পাগল করে।