তোমার নীড়ে (১৯৮১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০০-১২-১১-২০২২
=====================
কোনবা দেশে বাড়ী গো তোমার
হায় কোনবা দেশে ঘর!
কোনবা পথে ঘুরে ঘুরে দেখবো
দেখি সবাই আমার পর।


সুজন যে দেশেতে থাকো গো তুমি
সেথায় থাকে যেন নদনদী,
দু'জনে মিলেমিশে উপভোগ করবো
জীবন গড়বো নিরবধি।


নদীর তীরে গড়ে তুলিবো সুন্দর
ফুল বাগানের বাগিচা,
মন ভরে শুনবো সেথায় অচেনা
মাঝি মাল্লার কিসসা।


কত আশা করে গড়েছি গো আমি
তোমার অচেনা ঠিকানায়,
আত্মীয় স্বজন সকল ছাড়িয়া
তোমার নীরের দরজায়।