ওই দিগন্তে সম্মুখ পানে-
     কপাল খুঁজে নিলে,
আশায় নেশায় মালা গেঁথে
     নাই বা কিছু দিলে।


কি দোষ ছিল ভালবাসার?
    খুঁজে পাই না কাছে,
দিবা নিশি তোমায় স্মরণ
     হৃদে উন্মাদনা আছে।


নিজেকে  ভুলে লুকিয়ে যাবে-
   আয়নায় রাখি নি যাদু,
নির্জন ঘরে মনাঙ্কিত ছবি
    যেনো মনের যাদু।


অক্ষির কোণে উজান ঘাটে-
   তোমার সাক্ষাত পাবো,
বলব সেদিন আমার কথন
      দৃঢ়ো মনে ভাবো।


তোমার স্মৃতি আমার মাঝে-
     মধু পূর্ণিমায় জাগে,
দেহে খুঁজে তোমার সুবাস
     শুকে নিব আগেবাগে।


স্বপ্নের মাঝেও তোকে দেখি-
      আমার কাছে বসা,
সারা জীবনের একটাই আশা
   পুরাবো   মনের আশা।