তোমার সুরে গাই(১৮৯২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৯-২০২২
--------------------------------
এ গান আমার চির চেনা
উদাস করা মন,
সুরের ঝঙ্কার বয়ে চলে
ওই দক্ষিনা পবন।


আধার কেটে আলোরশ্মি
দূর আকাশে চাঁদ,
তোমার সুরে উতলা মন
প্রেমে নেই যে খাঁদ।


তুমি থাকবে মহা- সুখে
হৃদয় মন প্রাণে,
অন্তর মন ভরে উঠুক
সুর তোলা গানে।


তুমি ছন্দে লিখা কবিতা
মোরই হিয়ার মাঝে,
তোমার সুরে গান যে গাই
সকাল দুপুর সাজে।


তোমার সুরের ঝল্কানিতে
অম্বর ভুলোক কাপে,
নীল রোদসী ছড়িয়ে দাও
ধাপের পরে ধাপে।


তোমার সুর হৃদয়  মাঝে,
সতত হচ্ছে ইথারিত,
হৃদয় থেকে আমায় কভু
তুমি কর না বিতাড়িত।


তুমি যে আমার চিরচেনা
আমৃত্যু কাল সুরে,
মন থেকে রেখো না আমায়
অনেক অনেক দূরে।