বাবা তোর দাদুরে রেখে এসেছি-
   ওই ছ'ত্রিশ বছর আগে,
বাঁশ বাগান চোঁখে পড়িলেই
  তোর দাদুর কথা মনে জাগে।


আমি যে ছিলাম তোর দাদুর-
  কত আদরের, নয়নের মনি!
কত যে করে ভালবাসিত,
   জানে আমার অন্তর্যামী।


দাদুর মত ভালবাসে নি কেহ-
     তোর দাদী মায়ের আদরে,
ভালবাসায় কোন ঘাটতি ছিলনা,
তাদের কথা এখনো মনে পড়ে।


তোর দাদু যে কিছু সংগে নেয় নি-
     সব রেখে গেছে এটুকু আমি জানি,
সারে তিন হাত সম্পত্তি ছাড়া
     সবই রেখে গিয়েছে জানি।


তোর দাদু যে ছিল সমাজ পতি-
     সবাই তাকে নেতা মানিত,
সমাজের কোন সমস্যার কথা
     সবাই, তার কাছে বলিত।


তোর দাদু যে ছিল আন্ডার মেট্রিক-
   সে যুগের ডিগ্রীর মাথা খেত,
দেখিতাম তারে মেধা দিয়ে সে
    কত সমস্যার সমাধান দিত।


তোর দাদু যে আমায় ফাকি দিয়ে-
     সেই কবে পড়পারে চলে গেছে,
ছ'ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি
    তোর দাদুর স্মৃতি দু'নয়নে বুকে।


(এই কবিতা আমার বাবাকে নিয়ে,আমার অনার্স তৃতীয় বর্ষের ছেলের জন্য উৎসর্গ করিলাম)