ধরার কাছে চাইছি আমি-
     এক টুকরো মেঘ,
আমার সাথে রাগ করিয়া
      দিচ্ছে তুমি  রোদ।


মেঘ চেয়েছি শান্তির লাগি-
     মনটা বড়ই গরম,
হালকা মেঘে হতেই পাড়ে
      মনটা একটু নরম।


নীল আকাশে মেঘ কনেরা-
     করছে ছুটা ছুটি,
ফাকে যখন রোদ দেখিরে
      মনটা যায়রে টুটি।


মেঘ ছেয়েছি তোমার কাছে-
      বল দিবে কি না,
জমিনের শ্বাস একটু হলেও
      তুমি নিবে কিনা।


চাওয়ার মাঝে আমার আশা-
      চাওয়ার মাঝেই শান্তি,
ভোগ বিলাসে শান্ত মনটা
      আছে অনেক অশান্তি।


গ্রীষ্মের তাপে এ দেহটা মোর
       জ্বলে পুড়ে যায়,
মেঘ দিবিরে বাতাস দিবিরে
      একটু শান্তির আশায়।


প্রার্থনা টুকু বিবেচনায় রাখ-
        মুই যে সৃষ্ট জীব,
মেঘ বিহনে উত্তাপ্ত শরীর
        কেমনে থাকিবে ঠিক।


আমার চাওয়া পূরণ কর-
      যদি পাওয়ার মত হয়,
এই মিনতী করে গেলাম
       নেই কোন উপয়।