যার লাগিয়া এত যে কাঁদি-
    সে করে আমায় দোষী,
সামান্যতম স্বার্থের কারণে,
    স্বাক্ষী দিয়ে গলায় লাগায় ফাসি।


কত যে তোরে ভালবাসিতাম-
    আমার হৃদয় দিয়ে,
অকারণে দোষী করে তুই,
   কোথায় গেলি চলে।


সাগর মাঝে আমাকে ফেলে-
    শুধুই উপহাস কর তুমি,
অকৃতজ্ঞ হয়ে বিদ্বেষ করিলি,
   আমার সুন্দর হৃদয়ের প্রতি।


মনে ছিল তোর এত সন্দেহ-
     জানা অজানার ভিতর,
জানিতাম যদি তোর মনের কথা,
    প্রতিবাদ করিতাম তাহার।


যার লাগিয়া চুরি করিলাম-
    সে বলে আমায় চোর,
এত কষ্ট আর দুঃখের কথা,
    শুনে হয়েছি বিভোর।


রাত কাঁদিলাম দিন কাঁদিলাম-
     শুধুই তোর লাগিয়া,
কষ্টের কারনে চোঁখ ফাটিয়া,
   অশ্রুপড়ে গড়িয়ে গড়িয়া।


কষ্ট যদি দিবারই চাও-
    একটু দিও ভেবে চিনতে,
টাকা দিয়ে আমারে তুই,
    না পারবি যে কিনতে।