ট্রেন ছেড়ে গেলো (২৩৪০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১২-২০২৪ ইং
=================
মহা কৌশলে ভোটের ট্রেন
চলছে ধীরে ধীরে,
কেহ উঠছে টিকেটে নিয়ে
কেহ উঠবেনা ভীড়ে।
এই ট্রেনে যাত্রী না হইলে
জনগন থেকে ছিন্ন,
তারা উন্নায়নের কর্মকাণ্ডে
হইবেন নাকি ভিন্ন।
ভুল বুঝিয়া ট্রেন মিস করে
কি মেনডেট দিবেন?
অস্তিত্ব ও অবস্থান কোথায়
মেধায় বুঝে নিবেন?
ট্রেন তো চলছে দ্রুত গতিতে
গতির লক্ষ্য মাত্রা আছে,
পরের যাত্রায় উঠবার নীতি
বিধিতে আটকে গেছে।
ট্রেন থামানোর চেষ্টা করেও
সফলের নিশ্চয়তা নেই,
দাগের দাগ আর আগের দাগ
আপনারা যেই সেই।
কেউ ভুল করিয়া ভুল করিলে
ভুলের মাশুল দিতে হবে,
এই ভুলেরই মাশুল হিসেবে
যুগ যুগ পিছিয়ে তবে।
পিছের বগীতে উঠতে পারলে
হয়তো বসার স্থান পেতো,
সেখানে নেমে  ঠান্ডা তদবিরে
আস্তে আস্তে এগিয়ে যেতো।