তুলনা
এম,এ,সালাম
১৯-০৩-২১
---------------------
পাগল দেখে সবাই বলে
উলাঙ্গ কেন থেকো?
পাগল বলে মানুষ নেই
চারিদিকে চেয়ে দেখো।


ওই রাস্তাঘাটে চেয়ে দেখো
হাজারে লক্ষ মানুষ,
ওরা মানুষ নামের কায়ামাত্র
লোভের মোহে বেহুশ।


দেখো কত সুন্দর মানুষ ওরা?
চেহারায় পরিপাটি,
পাগল বলে মানুষ নয় তো
হৃদ অমানুষের ঘাটি।


দেখো কোন মানুষ নেই উলাঙ্গ
তুমি পাগল বলে উলাঙ্গ,
ওরা খাঁটি  মানুষ হইতে পারে নি
ওদের স্বভাব মন বিকলাঙ্গ।