তুমি বিহীন(১৯০২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৯-২০২২
=================
তুমি বিহীন একলা জীবন
কেমন জানি লাগে,
তুমি কাছে নেই শূন্য ভূবণ
অনুভূতি অনুরাগে।


শুধু একদিনের কিছু সময়
গেলে বাবার বাড়ি,
তাই বলে আজ এই সময়টা
আনন্দ নিলে কাড়ি।


আমার জীবন হলো মরুভুমি
এ সময় তুমি ছাড়া!
প্রিয়তমা ছাড়া একলা ঘরে
আজ হলেম হতচ্ছাড়া।


তুমি তো সেথায় সব পেয়েছো
পেয়েছো কৈশোর কাল,
পিতা-মাতা পেয়ে সব ভুলেছো
এখন আমার কি যে হাল?


মনে হয় তুমি আমায় ফেলে
গেছো শত বছর আগে,
তুমি ছাড়া এই অনুভুতিটা
আমার মাঝে জাগে।


আনন্দ ফুর্তিতে পাড় করেছো
ক্ষণিকের সময় তুমি,
আজ বুঝতে পেরেছি তুমিবিহীন
একলা শূন্য ঘরে আমি।


বিদ্রঃ আমার সহধর্মিণী একবেলা বাবার বাড়িতে থাকায় অনুভুতিটা ব্যক্ত করলাম।