তূমি হাসলে প্রেম রাঙিয়ে যায় (১৯১১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৯-২০২২
========================
তুমি পাশে থাকলে প্রতিটা দিনই আমার বসন্ত
প্রতিটা রাতই ফাল্গুনী জোৎস্নার আলোয় উজ্জ্বল,
যখন সূর্যটা পশ্চিমে হেলে গিয়ে সলিলে ডুবুডুবু
তখন দিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে উষ্ণতা চাই
মনের আবেদনটা সূর্যের  আলোর প্রতি ঝুকে পরে।
সূর্যটাকে আরও নিবিড় ভাবে যেন কাছে পাই।
হৃদয়ে তুমুল  ঝড় তুফান ভাঙ্গে বুকের পাঁজর
তবুও  ভগ্ন হৃদয় নাজুক দেহ নিয়ে বাঁচিতে চাই,
আর যে কটাদিন বেঁচে আছি ভালোবেসেই যাবো।
আমি চাই ভালোবাসার সূর্যটার কঠিন উত্তাপ্ত বুকে আগলে ধরে জ্বলতে জ্বলতে উচ্চ স্বরে বলতে পারি
আমি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার শান্তি
সুখ ধরে ভালোবাসা ভরে থাক আমার নরম বুক।
তোমার ওই গোলাপি ঠোঁটে গভীর সমুদ্র এক কিচে
তলিয়ে যাব পরম শীতলতার অতল গহব্বরে,তবুও
তোমায় ভালোবাসার আলিঙ্গনে আমি জড়িয়ে ধরে
ডুবে মরবো কুল কিনারাহীন ভালোবাসার গভীর জলে।
তুমি পাশে থাকলে আমার মন কাননে আসবে চির বসন্ত
তখন তুমি হাসলে আমার প্রেম উথলিয়ে পরে অনন্ত।