তুমি কত যে আপন! (১৯৪৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১১-২০২২
=======================
তার হাসিটা কত চমৎকার, মনে বাজে সুর?
আমায় দেখে মুখ লুকিয়ে চলছো কোন সে দূর।
গোলাপ ঠোঁটে হাসি ফোটে কি যে ভালো লাগে
তার ছোঁয়াটা পাওয়ার জন্য আগ্রহটা জাগে।


প্রেমের প্রিয়া কাঁদে হিয়া খোল না গো নয়ন
মন পাখি খোলো আঁখি করো না কিছু চয়ন।
হৃদ মাঝারে প্রেম বাজে, জাগে  ভালোবাসা
আনন্দে সুখে রবে এ বুকে মিটবে মনের আশা।

তুমি গান গেলে সুখ পাই ভালোবাসার তরে
হৃদ মাঝারে থাকো সুখে দিন রাত ভরে।
রবি দেখে ছবি আঁকি তার চেয়ারা চেয়ে
রুপের পরি আহা মরি সে যে মিষ্টি মেয়ে।


মনের আশা ভালোবাসা মিটবে কবে স্বাদ
আমার কাছে আসতে কভু সেধো না যে বাঁধ।
চুপি চুপি খুঁজি তারে তবুও খুঁজে নাহি পাই
প্রেম বিরহে মন ছুঁয়েছে ভালোবেসে যাই।

প্রাণ কাঁদে হৃদয় কাঁদে প্রিয়া তোর লাগি
তোর কারণে একা ঘরে রোজ নিশিতে জাগি,
প্রেম বিরহে দিশেহারা চাহি তোকে পেতে
প্রেম বাজারে কাব্য পাঠে আমি থাকি মেতে।