তুমি নীল আকাশের তাঁরা
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১২-০৩-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
নীল আকাশের তারাগুলো হাতছানিতে  ডাকে
বন্ধু বলে ডাকি না তারে আমার কাজের ফাঁকে।
কাজের শেষে  ক্লান্তি ঝেড়ে যখন তাকে দেখি
তোমার ছবি হৃদয়ে গেঁথে মনের মতন আঁকি।
একটু সুযোগ পেলে আমি তোমায় খুঁজে ফিরি
সন্ধাকাশের তাঁরা হয়ে তুমি খেলছো লুকোচুরি।
তুমি যখন খুঁজে ফেরো তখন না দেখি যে আমি
মনটা আমার আনচান করে জানেন অন্তর্যামী।
ভালবাসার সমাধি হয় না সতত মনে থাকে গেঁথে
যুগযুগ ধরে মিলন ঘটে ভেদাভেদ নাহি  তাতে।
কেউ না বুঝলেও আমি বুঝি তোমার মনের ব্যথা
আমি ছাড়া কে আর শুনবে তোমার মনের কথা।
বাধ্য হয়ে একা একা আমি তোমার খোঁজে ঘুরি
কোন সে পথে গেলে পাবো সেথায় ছুটে মরি।
সন্ধা রাতের সকল তাঁরা বোধহয় বন্ধু বুঝি তোমার
তাদের নিয়ে ফুর্তি কর তাই আমায় করো পর।
তবুও দুঃখ আমায় ঘেরাবে না,থেকো তুমি সুখে।
ভালো কাউকে বেশী বাসলে কাঁদবে সৃষ্টির নিয়ম
এই কাঁদা যে কষ্টের নয় সেটাও জানে ওই যম।
তাই তো বুঝি শেষ সময়ে সুজন ভাসে চোখে
রাতের তাঁরা হয়ে বলবে কথা নীল আকাশ থেকে।
ধিক্কার মন্দ করবে না কেউ, কেউ হবে না বাঁধা
ফোনে ফোনে ঘটবে মিলন রইবে না আর দ্বিধা।
গালমন্দ করবে না কেউ, না হবে কেউ বাধা
দূরে থেকেও ঘটবে মিলন ঘুচিয়ে সকল দ্বিধা।