উপস্থাপন
  এম,এ,সালাম
    ২২-০৬-২১
™™™™™™™™™™™™
মিথ্যা কথা সুন্দর করে
   যে বলিতে পারে,
শ্রোতারা সেই মানুষকে
   প্রিয় করে ছাড়ে।


মিথ্যা কথা এমন ভাবে
  উপস্থাপন করে যায়,
মনে হয় আকাশ থেকে
এক ফেরেস্তার উদয়।


যে  মানুষ  মুখের উপর
   সত্য বলে বেড়ায়,
ভাল বললেও তাহাকে
   খারাপ বলে তাড়ায়।


সত্য কথার উপস্থাপন
   যতই ভাল হোক,
সে মানুষ সবার শত্রু
  মিথ্যুক পায় শোক।
  


টিকাঃ- সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষ গুলো সবার প্রিয় হয়! আর মুখের উপর সত্যি কথা বলা মানুষ গুলো হয় সবার শত্রু।