ভাবার ভরসাস্থল   (২২৪৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৯-২০২৩ ইং
**************************
হায়রে বালিশ করছি নালিশ
বল না তুই কার?
তোর নিচেতে টাকা বিছানো
পিস্তল তার উপর।


রোজ আনন্দেতে বালিশ হাসে
সাধারণ মরে ত্রাসে,
কষ্টে ঘাম ঝরে না রক্ত ঝড়ায়
সুবিধাবাদীরা হাসে।


অমনি পাশ হতে বধু গর্জে উঠে
এখন ঘুমাও তাড়াতাড়ি,
কোল বালিশটা পাশে থাকায়
বধুর সাথে দেই আড়ি।


বালিশের উপর মাথাটা রেখে সে
চিন্তা করে আজের কর্ম,
গালের নিচে একটা বালিশ রাখা
রাতে সব মানুষের ধর্ম।


তবুও ভাবছি ঘুমিয়ে গেল ভালো
গালে কেন রঙ পালিশ?
ঘুমহীন রাতে স্বাস্থ্য খারাপ হলে
কার কাছে করি নালিশ।


ইহা বালিশ ও নয় পালিশও নয়
কার কাছে দিবে শালিস,
অবশেষে নিজের মাজায় নিজেই
দিলাম সামান্যতম মালিশ।