ও ভাই চিন্তা করেছেন আকাশ কেন
      পৃথিবী হতে অনেক দুরে,
সূর্যকে কেন্দ্র করে সব গ্রহ,উপগ্রহ
     সূর্যের চারিদিকেতে ঘুরে।


কার ইশারায় ওই দিনের সূর্য-
    সন্ধা হলেই পশ্চিমে ডুবে,
রাতের বেলা এত আঁধার কেন?
    চাঁদের আলোয় সরে।


কার কথামত সব পাখ-পাখালি-
    উড়ছে আকাশ পানে,
কে শিখিয়েছে পাখির কথোপকথন?
    পাখির কিচির মিচির গানে।


কি ভাবে আজ মাঠ ঘাটেতে-
    সবুজে শ্যামলে ভরে যায়,
কি করে আজ সবুজ ধানে ?
    সোনার রঙ ছড়ায়।


কোন কারিকর পৃথিবীটা আজ? _
     নিজেই করেছে নিয়ন্ত্রন,
তিনি হলেন সবার মালিক
    মহাজ্ঞানী মালিক নিরাঞ্জন।