ভাগাভাগি  (২০১৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০১-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
নাস্তা খেলাম প্যাকেট ভর্তি
অর্ধেক অর্ধেক করে,
বন্ধু আমার ডিম খাওয়ালো
নিজের  হাতে  করে।


কবরি কলা গুজিয়ে দিলো
আমায় প্যাকেট করে,
সব খাওয়ালো আদর করে
সোহাগ দিলো ভরে।


দুপুরের খাবার প্যাকেট ভর্তি
গাজী হোটেলে গিয়ে,
শেয়ার করে দুই জনে খেলাম
প্যাকেটের মাংস দিয়ে।


হোটেল থেকে ভর্তা নিলাম
বরবটি আর বেগুন,
গভীর সাগরের ম্যাদ মাছের
দামে ছিল যে আগুন।


খাওয়ার শেষে মিষ্টি খেলাম
সাথে কোকাকোলা,
জান্নাত নিজ হস্তে পরিবেশন
যায় না তাহা ভোলা।


খাওয়ার শেষে সেলফি নিলাম
পাশাপাশি দুজন বসে,
কত আবেগের কথা হলো যে?
অনেক মধুর রসে বসে।


চালভাজা আর ধুনিয়ার গুড়া
দিলো ভাটা ভর্তি করে,
মূল্য তালিকা পাঠিয়ে দিলো
চারশত সত্তর করে।