ভাগ্যের দূর্গা(১৯২১)
এম,এ,সালাম (সুর ও  ছন্দের  কবি)
২১-১০-২০২২
____________________
মা দুর্গা এসেছে এ ধরায়
মেহমান হয়ে ঘরে,
মায়ের কাছে ভাগ্যের লিপি
তুলেছি কিছুটা ধরে।


সবার আলয়ে দূর্গার স্থান
সম্মানের পাত্র হয়ে,
কার কপালে সুখ লিখা যে
প্রনাম পূজার পায়ে।


কেহর দূর্গা অফিসের কোণে
সম্মানের স্থানে আসীন,
কেহর দূর্গা অন্ন জোগাতে ব্যস্ত
শ্রম অর্থ মর্যাদা বিহীন।


কারো দূর্গা বয়স পেরিয়ে
ঘাটের বুড়োর মত,
বর জুটছেনা শত চেষ্টায়
বঞ্চনায় মন ক্ষত।


দুঃখীর দূর্গা যে ধর্ষিতা হচ্ছে
সুন্দরী কন্যা বলে,
কারোর দূর্গা ঋনের দায়েতে
মহাজনকে দিচ্ছে তুলে।


সংসারের সব মানবিক কাজ
দূর্গার ছোঁয়ায়ই হয়,
এসপার ওসপর কিছু ঘটলে
জীবন যে তার ক্ষয়।


মা দূর্গা যখন এসেছো ঘরে
দুঃখ কষ্ট দেখে যাও,
মোদের দূর্গার হস্তের ছোঁয়ায়
ভাগ্যের চাকা ঘুরাও।


স্ব-দাবী টুকু আদায় করার
সু-পথ তুমি দেখাও,
পশু অসুরকে খতম করার
বিকল্প পথ শেখাও।