ভাল মন্দের স্কেল(১৮৮৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৯-২০২
------------------------------------
নিরোগী চোখে দেখে ভালো
সে গরীব না হয় কালো,
ভালো চোখে খারাপ দেখে কম
যদি না হয় সূর্যের আলো।


সে খারাপ চোখে চোর যে দেখে
ভালো মানুষকে বলে খোরা,
ভর্তার আবেদনে হোটেল বয়কে
বলে দেও না কিছু থোরা।


আসল কথন হলো যে যেমন
তার নয়নে সে তেমন,
যারে দেখতে নারি চলন বাঁকা
ভাব দেখায় কেমন কেমন।


অল্প বিদ্যার ভাব সাব বেশি
তার নাই কথার অভাব,
বাচাল স্বভাব তাই এত কথা
তার খারাপ নাকি স্বভাব।


মিতভাষির কথার মাত্রা বেশি
গুনগান যে রাশি রাশি,
কথার মাপকাঠি এলোমেলোতে
সকলে করে হাসাহাসি।


সস্তা জিনিসের মূল্য যে কম
অবস্থা নাকি তিনটে,
উচিৎ কথায় বেজার যে মন
খালি ব্যয় হয় দিনটে।