ভালো মন্দে জীবন (২০৩২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০১-২০২৩
🚶🏃💃🕴👫👬👭👩‍👩‍👧‍👦
ভালো মন্দে জীবনাচার
এই জগতের সবাই ভাই,
দুঃখ কেহ নিতে চায় না
সুখের যে এত মূল্য তাই।


কেহর জীবনে দুঃখ এলে
মনটা ভেঙ্গে যে  হয় ক্ষয়,
মনের মাঝে জ্বালা বাড়ে
চোখের  মাঝে অশ্রুবয়।


সুখ এলে যে জীবন মাঝে
খুশীর জীবন বহে যায়,
শান্তির ধারা বয় যে বুকে
মন মানসিকতা উর্ধ্বে ধায়।


দুঃখের পরে সুখ আসলে
মন মানসিকতা বেড়ে যায়,
মন থেকে সব দুঃখ জ্বালা
চিরতরে যে বিদায় নেয়।


জীবন মাঝে সুখ আর দুঃখ
একই সুত্রে বসত  করে,
সুখ এলো যে মনের মাঝে
দুঃখ রইলো যে সব পরে।