ভালবাসাএত জ্বালা (১৮২৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৭-২০২২
================            
ভালোবাসায় এত জ্বালা
        বোঝেনা সে জন ছাড়া,
         শুকিয়ে গেছে বিনে সুতার মালা
         তার ব্যথার পাহাড় দ্বারা।
হাতে নিয়ে মালা দ্বারে দ্বারে
           ঘুরি নাহি মিলে তার দেখা?
          ভেঙে গেছে যার আশার বাসা
          সেইতো পায় মনে ব্যথা।
ভালোবাসা শুধু মায়ায় ঘেরা
         মনের জগৎ-সংসার জুড়ে,
         ভালোবাসা আবার সর্বনাশা
         কাটে জীবন যুদ্ধে ঘুরে।
ভালোবাসা পরকে করে বন্ধু
          আবার আপন করে পর,
          কেউবা ঘোরে পাগল বেশে
          কেউবা হারায় সুখের ঘর।
আবেগে আর ভালোবাসো
          বোঝে না যেজন ছাড়া,
          সুখের বদলে বিষ দিও না
          তবে হবে যে ঘরছাড়া।