ভালো থেকো ভালোবাসা (২০২৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০১-২০২৩
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
তার নয়নে আঁখি রাখি আগেরই মত
মন থেকে দূর করো ক্লেদ আছে যত।
মিষ্টি মধুর মন পেয়ে নয়ন মেলি যেই
আশেপাশে চেয়ে দেখি বন্ধু কেউ নেই।


আশা নিয়ে বাসা বাঁধি হা হুতাশ করে
কঠিন হৃদয় পুড়ে যায় বেদনার জ্বরে।
নাছর বান্দা খুঁজে মরে যে  সতত তবু
ওর দর্শন দিয়ে যাও ও দয়াল প্রভু।


কতদিন শুনা হয় নাই তার কণ্ঠের গান
সারা দেয় এ মনের মাঝে উৎফুল্ল প্রাণ।
তোমার হাসিতে  কি যে মায়া লুকানো?
অতটা সহজ নয় সেই হিসেব চুকানো।


ওই মনেতে সুখ নিহিত সীমহীন আশাতে
ধন্য আমার জীবন ছিল তার ভালোবাসাতে।
কেহ নেই যে চতুরপাশে ওর মত যে হায়
এ আমার অনুভুতি যে ব্যকুলতা কিছু নয়।


ওর চোখেতে চোখ রেখে হাসি মুখ দেখেছি
তার ছড়ানো আলোর মুখ সারা মনে মেখেছি।
সে যে কোথায় আছো কোথায় যে বাস তার?
ভালো থাকো ভালোবাসা,অভিমান নেই আর।