ভালোবাসা ভুলি কেমনে?(২০৬৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৩-২০২৩
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কুরছিয়া তোমার ভালোবাসা ভুলি কেমন-
কল্পনার অধিকারের প্রশ্নে ভালোবেসে যাও,
আর সে ভালোবাসা আমাকে দিনের পর দিন
একটা মধুময় স্বপ্নের রাজ্যে নিয়ে যায় সর্বদা।
তুমি যখন গোলাপি ঠোঁটে রঙিন মুখে বলো
ভালোবাসা ভুলি কেমনে তখন আমার মন
বলে বেড়ায় ভালোবাসা এমন হওয়াই চাই
যেখানে থাকবে না শরীরের সংমিশ্রণ থাকবে
শুধু মন থেকে উঠে আসা একটি বাস্তব বাক্য
ভালোবাসা ভুলি কেমনে তোমায় ভুলি কেমনে।
আমি ভালোবাসার নিদর্শন দেখেছিলাম সেদিন
ওই গাজী রেস্টুরেন্টের মহিলা ডাইনিং এ শুধু
খাবারের ভাগাভাগির মধ্যে আবেগের অন্তরে
ভালোবাসার মন মাখানো মানুষটাকে ভুলি কেমনে।
শত প্রতিকুলতা উপেক্ষা করে অনেকের চোখকে
ফাঁকি দিয়ে চলে গেলে আমার কাছে এক পলকে
সেদিন বিরতিটাও হার মেনেছে ভালোবাসার কাছে
বিরতির নাস্তার প্যাকেট গুজে দিয়েছিলে আমাকে
মন থেকে বলে দিয়েছো তুমিবিহীন খাই কেমনে।