ভালোবাসার আদেশ
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৯-০৩-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গন্ডা চারেক ডিম দিয়ে তায়
মা মুরগী দিলো তাতে তা,
সময় মত সব ডিম ফুটে তাতে
বের হলো ফুটফুটে সব ছা।

মা,ছা'য়ের প্রতি রাখে নজর
দিচ্ছে খানা ঠোঁটে,
পাখনার তলে আগলাবে  ছা
দেখলে বিপদ মোটে।

ছা'য়ের মধ্যে সবচেয়ে ছোটকে
দিচ্ছে চিলে তাড়া,
একটু চোখের আড়াল হলেই
ছোপে ডিঙ্গিয়ে বেড়া।

মা,নিত্য দিনই বুঝায় তারে
হবে না একা আর,
কাক আসিলে লুকিয়ে থাকবি
তবে রক্ষা নাহি আর।

ছোট  ছানাটা সাহস নিয়ে
হবেই একা বাহির,
মায়ের কথা মালুম করে না
নিজেকে করে জাহির।

খোলা জায়গায় ঘুরে একা
কুড়িয়ে খায় খানা,
নিজের মত ছুটে বেড়ায় সে
শুনছে না সে মানা।

ধান খেতে গেল একদিন
ঘরের পিছে বিলে,
রেইনট্রি গাছে ওঁৎপেতে রয়
দাঁড়কাক আর চিলে।

ধরলো তারে বড় ঈগলে
সুযোগ নিয়ে একার,
মায়ের আদেশ না শুনিলে
জীবন যাবে বোকার।