ভালোবাসার সূর্যটা (২১৫৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৫-২০২৩
====================              
ভালোবাসার প্রদীপ যতক্ষণ
আলো বিলিয়ে দেয়,
আমি ততক্ষণ অপেক্ষা করি
ভালোবাসার জানালায়।


ভালোবাসা যদি মন থেকে হয়
সে আলো দিতে থাকে,
আমি ততক্ষণ অপেক্ষায় থাকি
ওই জীবন নদীর বাঁকে।
        
ভালোবাসার প্রখর আলো যেন
কখনো নিভে না যায়,
ডুবে গেলে ই আঁধার নামবে
দুটি জীবনের ইচ্ছে ক্ষয়।


ভালোবাসার লাল সূর্য টা যেন
দিয়ে যায় শুধু আলো,
এই ঝলমলে আলোর জীবনটা
কাটে যেন বেশ ভালো।


কখন যেন আবার এই আলোটা
ঈশানের মেঘে ঢেকে যায়,
সেই কারণে বাকী জীবন টা যে
আমার মনে লাগে ভয়।


কোন একদিন এই সূর্যটা ঠিকই
কোন বাগে ডুব দিবে,
সেদিন এই ভরা চাকচিক্যময়
জীবন অন্ধকার হবে।