ভালই যদি বাস তবে
        এম, এ,সালাম
         ০৩-০৩-২০


কিছু তোমায় নাই বা দিলে-
    তুমিও কিছু দেও না,
ভাল মন্দের যাচাই না করে
    কোন কথাই কও না।


দান করিলে প্রতিদান পাই-
    নচেৎ কেন পাই না?
উত্তর যদি নাই বা দিলে
    ভৎসনা কেন দেও না।


প্রেম ভালবাসা কাকে বলে?
     জানতে ইচ্ছে করে,
মনের থেকে ভাল না পেলে
     তাকে কি প্রেম বলে?


দুঃখের দিনের সঙ্গী হওয়া-
    সুখের দিনের হাসি,
একেই বলে প্রেম ভালবাসা
    সংজ্ঞায় চলে আসি।


যার জন্য আজ হাটুজলে-
   সে ডাঙ্গায় বসে বলে,
এমন ভাল বাসলে কি আর
    মনের মিলন  চলে।


মন্তব্য দিলে উত্তর না দেও-
   যদি বিদ্রোপটুকু দিতে,
তবুও বুঝিতাম ভালবাস
    নচেৎ শ্রম অর্থ মিছে।


দানে যদি ভুল হয়ে থাকে-
   পরামর্শ দিতেও পার,
কোন জবাব নাই বা দিলে
    পথ আগলাতে পারো।