ভেদাভেদের সীমানা প্রাচীর (১৯৯৯)
২৪-১২-২০২২
°°°°°°_°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কয়টা ছায়া মারিয়ে সময় পেরিয়ে
ছূটেছিলাম দিনের শেষে,
সঙ্গ দোষে জীবনের লাল বাঁতিট
সব নিভে যায় শেষমেশে।


সেদিন চিত্রটা ছিল শেষ আর শুরু
একদেশ থেকে অন্যদেশ,
বুকের প্রান্তরে অভেদের খেয়ালী
যেন একাকার দুটি প্রদেশ।


কোথাও কাঁটাতারের বেড়া থাকলেও
ওই বুকের প্রান্তরের মতো,
উম্মুক্ত অসীম আকাশের সীমান যত
বাতাস পাখির ডাকের মতো।


মানুষের জীবনটা যে বড় বৈচিত্র্যময়
যার কারনে এত আয়োজন,
এই ভেদাভেদের সীমানা প্রাচীর টেনে
এতো দাড়ি কমার প্রয়োজন।