ভেজাল
এম,এ,সালাম
দেশটা এখন ছেয়ে গেছে-
   ভেজাল সকল মালে,
গাঁ থেকে শুরু করে ভেজাল
     শহরের সব খানে।


এমন ভাবে ভেজাল ডুকছে-
      ছোঁয়াছে রোগের মত,
যে পাইছে ভেজালের মজা
      সে ভেজাল ছাড়ে নাতো।


গোয়ালিনী ভেজাল দেয়-
    দুধে দিয়ে পানি,
ভেজাল দুধ বিক্রি করে
     খাঁটি দুধ বলি।


ঔষধে ভেজাল দেয়-
     খাইলে বুঝতে পারবেন,
এক বড়িতে তিন বড়ি খেলেও
     ব্যাধি যায় না সেরে।


লেখা পড়ায় ভেজাল আছে-
     সিস্টেম নেই আগের মত,
লেখাপড়া না করিয়াই
     এ প্লাস পায় কত।


কনফেকশনারিতে ভেজাল-
     দেখবেন কারখানাতে গেলে,
চোঁখে দেখলে ওই খাবার
     কেহ খাইবে না জীবনে।


মিষ্টির দোকানে ভেজাল ভরা-
     বলে খাঁটি সোনার মিষ্টি,
ভেজাল দুধে ছানা হয় নাকি
     এটা হল কেমন সংস্কৃতি।


সোয়াবিন দেখিয়ে পাম ওয়েল বিক্রি করে-       খাঁটি ছোয়াবিন বলে,
গরমের সময় খান্ডা দেয়
     ওই আসল ছোয়াবিনে।


ভেজাল শুধু লোভের জন্য-
     অর্থ লোভের ফলে,
ভেজাল রোধে চেষ্টা মোদের
      সব যাবে বিফলে।


নিজেকে নিজে ভেজাল মুক্ত-
     করি সবার আগে,
অপরের ভেজাল দূর হইবে
      আপনার সততা দেখে।