ভেস্তে গেল আনন্দটা
     এম,এ, সালাম
        ২৮-০২-২০


আজ বসন্তের বৃষ্টি পড়ে-
     হরিন পালার পার্কে,
পিকনিকের পাক করিলাম
     অনেকটা সতর্কে।


গুড়ু গুড়ু মেঘ ডাকে-
    বিজলী চমকায় মাঝে,
বিজলী মেয়ে আঁচল পেড়ে
    রঙ ধনুতে সাজে।


কালোমেঘে ছেয়ে গেছে-
     হরিন পালার আকাশ,
হালকা পাতলা বৃষ্টি পড়ে
      সবাই হলাম হতাশ।


বৃষ্টি পড়ে,পাতা নড়ে-
    ঝড়ছে গাছের পাতা,
খোকা খুকী হেটে যাচ্ছে
    মাথায় দিয়ে ছাতা।


গুড়িগুড়ি বৃষ্টি হলেই-
    দাড়াই ঝাঊ গাছের নিচে,
পিকনিকের আনন্দটা
    সবার হয়ে গেছে মিছে।


ফাঁকে ফাঁকে কাচ্চিবিরিয়ানি-
    পাকাই কষ্ট করে,
পিকনিকের সুখ স্বপ্নটা
     নিয়ে গেল ওই ঝড়ে।


আনন্দ করে খেলাম সবে-
    ঝাঊ গাছের নিচে,
বন্টন করলাম সমান ভাবে
    কথা নয়,রে মিছে।


ঘোষনা মত চারটার সময়-
     গাড়িতে এসে বসি,
সিটে বসে অল্প হলেও
      কবিতার কথা  রচি।


এন, বিঃ-  ২৬-০২-২০ তারিখ শিক্ষা শফর ও পিকনিক নিয়ে লিখা।