ভুঁইয়া দাদু ( ছড়া)
এম,এ,সালাম
১৫-১২-২১
---------------------
ভুঁইয়া দাদু ভুঁইয়া  দাদু
যাচ্ছো শশুর বাড়ী,
ছোট দিদি তোমার সাথে
দিচ্ছে  নাকি আড়ি।


শশুর বাড়ী যাও ভাল কথা
মিষ্টি,পান-জর্দা কই,
সাতক্ষীরার হোটেল থেকে
কিনে লও হাড়ি দই।


দাদি ভুয়া যে ভাল মহিলা
তুমি যে ভাল নও,
হাট বাজারে তুমি যে গিয়ে
দাদি ভুয়ার দোষ কও।


তাই তো ভুয়া রাগ করিয়া
গেছে বাপের বাড়ি,
তোমার আচরণ ভাল করা
দাদি ভুয়ার  আড়ি।


বৃদ্ধ বয়সে আচরণ গুলো
উচিত ভালো করা,
তা না হলে উভয়ের মধ্যে
সম্পর্ক হবে মনমরা।