ভীমরতি (ব্যঙ্গ)
এম এ সালাম
১৪-০৬-১৯


দেখলাম বিয়ে করে কনের স্বামী-
     ভীমরতি করে,
নতুন বধু দেখতে দেয় না
     কাউকে উঠতে দেয়না ঘরে।


আত্মীয় স্বজন রেগে আছে-
    রেখে আছে দুলা ভাইরা,
শালা বউকে দেখা যাবে না
    তাদের কষ্ট গেল বাইরা।


স্বামী, বধুর থেকে দূরে রাখে-
     সকল নাবালক ছেলেদের,
বধুর কাছে ভীরতে দেয় না
   যে কোন ধরনের পুরুষদের?


নিজের বুদ্ধিতে চললে বর-
    কি যে হইবে ওর গতি,
যার তার সাথে পর্দা করে
     দেখায় কত ভীমরতি।  


বধুর বুদ্ধি-জ্ঞান ধরা পড়ছে-
     কাউকে করে না সম্মান,
সালাম কালাম দেয়না বধু
    দেখায় স্বামীর ভীমরতির মান।


রুমের দরজায় বসে থাকে-
  পাহারায় বধুর স্বামী,
কেহ দেখতে আসলে বলে
     বধু উপরে ব্যস্ত আছে জানি।