ভিন্নতা (২১৭২ তম)
এম,এ,সালাম (সুর ও চন্দের কবি)
১৫-০৬-২০২৩
°°°°°°°°°_°°°°°°°°°°°°°°
মুখে যাহা বলছে জনাব
অন্তরে তা বলে না,
কথার মাঝে বলছে যাহা
আসল রুপ ফলে না।


ভাব দেখায় সে দেশবন্ধু
কাজের মাঝে ভিন্ন,
মাঝে মাঝে উৎভট কথায়
মনে হয় সে ছিন্ন।


লুক্কায়িত মনের রুপ তার
কথায় কাজে মিল নেই,
লোহা পোড়ালে যত পিটায়
লোহা যে থাকে যেইসেই।


অন্তরে যাহা মোহারাঙ্কিত
সেটাই বলে বেড়ায়,
দোষ এড়ানোর জন্য বাবু
মুখে শুধু আওড়ায়।


মুখে মুখে রাষ্ট্র জাহাপনা
অন্তরে পাকিস্তান,
ইহাকেই বলে জিন্দাবাদ
ভিন্নতা  আওরাণ।