ভিতর চিনি না (২২০৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৭-২০২৩ ইং
***********************
দেহের ভিতর পালন করে
অচেনা এক পাখি,
বিনা সংবাদে উড়াল দিবে
মাটির শরীর রাখি।


পাখিটার বাসা অন্ধ কক্ষে
দৃষ্টি দেয় মেলে আঁখি,
আদর যত্ন যতই করো না
সে দিবে একদিন ফাঁকি।


মাটির কায়ায় থাকলে পাখি
দুনিয়া দেখতে সুন্দর,
পাখি বিনে এই মাটির কায়া
কুৎসিত ও অন্ধকার।


যত পোলাউ কোরমা দেও না
তাকে রাখার সাধ্য নাই,
আল্লাহ হুকুমে চলে যাবে সে
প্রমান পাই যে সেটাই।


প্রভুর ইশারা পেলেই পাখি
দেহো করবে খালি,
নিমিষে ছুটে যাবে চিরোতরে
কোন সে দূরে চলি।


ময়না পাখি সময় থাকতে
ডাকরে খোদার নাম,
মাটির কায়ার ক্ষমতা নেই
করতে কোন কাম।