ভবঘুরে মন (২১৯৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৭-২০২৩ ইং
====================
মনের গভীরে জ্বলছে আগুন
বনের পাখির মত ঊড়ি,
সম্পত্তি বিহীন এক যাযাবর
দেশের সবখানেতে ঘুরি।


হৃদটা আমার টুকরো বাড়ি
আমি কেমনে আস্ত করি,
তাইতো আমি জীবন সংগ্রামে
প্রাণপণ যুদ্ধ করে লড়ি।

পাখির মত পাখনা তো নেই
তবু ঊড়ার চেষ্টা করি,
মনের ভিতর হাজারো স্বপ্ন
আশায় আশায় ঘুরি।


আমি একা একা পথ যে চলি
সাথে আপন কেহ নেই,
পাহাড় ভুমি সাগর আর নদী
কেমন একা পাড়ি দেই।


ছাতির  ভিতর  চর জেগেছে
আমার আশার স্বপ্নময়,
সুখে ছোঁয়া পাবার আশায়
শরীর জীবন করি ক্ষয়।


জীবনটা তাই কয়লার মতো
থেকে থেকে যে জ্বলে,
কামনা আর আশার নেশা
আমার ধীরগতিতে চলে।


জলের বিন্দুর মত স্বপ্ন দিয়ে
ছাতির মাঝে সিন্ধু গড়ি,
তবুও রাত নিশিতে মন কাননে
নৌকাতে হাল ধরি।


আমি-যে ভাই  এক যাযাবর
জাতপাত বিচার করিনা,
সবাইকে আজ আপন ভাবি
কাউকে নিরাশ করি না।