ভদ্রতা (২৪৮৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৪-২০২৪ ইং
==============
ভদ্র আচরণ করিলে
এটাই আসল শিক্ষা,
রূঢ় আচরণ করা হলে
জানবে ইহা কুশিক্ষা।


ভদ্রতা শিখতে চাইলে
কোন টাকা লাগেনা,
অভদ্র আচরণ মানে
শিক্ষার অভাব কিনা।


সেরা জাতি শ্রেষ্ঠ অতি
সভ্য সর্বশ্রেষ্ঠ হলো,
অভভ্রতার ছোঁয়া মানে
সেরায় কালি দিলো।


ভদ্র মানুষ হতে পারলে
তোমার রইবে মান,
ইহার বিপরীতে যাইবে
তোমার মান সম্মান।