ভোগের নেশা(২২০২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৭-২০২৩ ইং
***********************
নারীর দেহে তোমার দৃষ্টি
নেশায় পুরেছে মন,
এক জনেতে মন ভরে না
তাই তো শতেকজন।


ভোগের নেশায় উদ্বেলিত
দিন রাতে সব সময়,
নিজের জনেতে তৃপ্তি নেই
নেশা কেমনে  দমাই।


মন চায় সতত রঙ্গলিলায়
নব স্বাদে থাকি মজে,
কোন রমণী আসবে কাছে
মনের মত করে সাজে।


নারীর মধুর মধুর রস কথায়
বিবেক হারিয়ে যাই,
কোথায় গেলে পছন্দের নারী
ভোগের নেশায় পাই।


প্রেমের নেশায় হইছো পাগল
মরার কথা কি ভাবছো,
বিবেক তোমার নিঃশ্বেস হবে
লজ্জা শরম কি রাখছো।


লোভ লালসায় খারাপ কাজে
মজে থাকে পুরুষ জাতি,
অনেকে বলে একহাতে ভাই
তালি বাজে না একরতি।


এই চোখ দুটি যে দিকে যায়
দেখি নোংরামিতে ভরা,
গুটি কয়েক ভালো মানুষের
মান সম্মান রিস্কে গড়া।


নরপশুদের ওই নোংরামিতে
পুরো জাতি অভিশপ্ত,
সেই যাতনায় পুরছে মানুষ
তাই ধ্বংসলিলায় রপ্ত।