ভুল হতেই পারে
        এম, এ, সালাম
                  ৩০-০৫-১৯


খুঁটিনাটি কথায় ভুল ধরনা-
        ভুল হতেই পারে,
ফেরেস্তার কোণ ভুল হয় না
      সে,ত মানুষ ওরে।


ভুল হলেই সংশোধন হবে-
        অজানা হবে জানা,
সত্য কথা বলিতে তোমায়
      বন্ধু,কে করিবে মানা।


সামান্য ভুল ধরে যদি কেউ-
       রাগ করিয়া থাকে,
সে যেন তার ভুলের ছবি
      লুকিং আয়নায় দেখে।


শয়তানের নাকি ভুল হয়না-
     ভুলের কাজ করায়,
মামুলি এই ভুলের মাশুল,
      দেয় না যেন ধরায়।
      
ছোটখাট ভুলের জন্য কেহ-
        প্রমদ ঘটাইও না,
     সেচ্চায় কেহ ভুল করিলে,
           তাকে হটাইও না।


ভাবিয়া শুনিয়া কাজ করিলে-
        ভুল হইবে যে কম,
সেই কারনে দিতে হবে না,
        এভুলের মূল্যের দাম।