ভুল শোধরে নাও (২০৪৫)
এম,এ,সালম( সুর ও ছন্দের কবি)
০৮-০২-২০২৩
♦♦♦♦♦♦♦♦♦♦♦
জীবনে চলার পথে যদি ভুল কভু হয়
ভুল মনে ধরে রাখা কভু ভালো নয়,
ভুল কাজে কুল পাওয়া বড়ই কঠিন
শোধরিয়ে ফেলো ভুল মাফিক রুটিন।


ভুল কাজে নেমে আসে ধাপে ধাপে হার,
সুখের নাগাল তুমি পাবে নাকো আর।
জেনে যদি ভুল করে তুমি দাও দূর
মনো মাঝে বেজে উঠে সুখে সদা সুর।


সদা মন ভালো রেখে করে যাও কাজ
ভুলের শুনানি করো তাতে নেই লাজ।
হাসিমুখে কাজ করো মনে শান্তি পাবে
নচেৎ আজীবন তুমি বিরহেই রবে।


দুঃখ জ্বালা এই জীবনে কেউ নাহি চায়
ভুল কাজে কেউ ভবে সুখ নাহি পায়।
ভালো কাজ করে সবে দিন কেটে যাক,
বেঁচে থেকে মন মাঝে সদা সুখ পাক।


ভুল পথে ভুল কাজে যারা বেঁচে রয়
কষ্টে জীবন কাটে দেহ তিলে তিলে ক্ষয়।
মন মাঝে বয়ে চলে বিরহের  জ্বালা,
সুখ নয় দুঃখ থাকে হয়ে গলে মালা।