ভুল সবই ভুল
      এম এ সালাম
             ২৮-০৮-২০


ভুল করিয়া ভুল করিলে
       কে শোধরাবে তোমায়?
সম্মানের স্থানে সম্মান না পেলে
       অবেলায় কে বোলায়।


হাটবারে হাট না বসিলে
    বিনাবাজারে কি পাই?
সমাবেশ স্থলে লোকমান্যের
     কদরের অভাব নাই।


নিরূঢ়িদের সম্মান নিয়ে
       কেহ  যদি করে ছিনিমিনি,
কে ঘটাইলো এই অঘটনটি
        সকলে তাকে নিয়েই জানি।


এই ভুলের মাশুল কে দিবে?
     তাকে ধরছে কালভুতে,
ভুত ছাড়ালেই ভাল হবে যে
      তাকে উত্তম মধ্যম দিলে।


অর্হণ করিলে সম্মান পাই বে
      ছোট বড় সবার কাছে,
নচেৎ কিন্তু  তোমার জীবন
      হায়! ষোলা আনাই মিছে।