ভুল টিপেই মুছে গেল
    এম, এ, সালাম
      ৩০-০১-২০


এক ভুল টিপেই মুছে গেল-
    দুইশো তের কবিতা,
কেমন করে ভুল টিপিলাম
  একলা একলা ভাবি তা।


এক বছরের  সাধন-ভজন-
     হায়! মাত্র একটি টিপে,
ডিলেট হওয়ার এই কাহিনী
       বুঝতে হবে ডিপে।


ভাবছি কিশে কি হয়ে গেল-
    এখন কি যে করি,
কোথায় পাব এই কবিতা?
     সেই দুঃখেতে মরি।


মোবাইল নোটে লিখা ছিল-
     ডাইরি করি নাই,
কেমন করে এই কবিতা
     আবার ফিরে পাই।


এখন তর্জনীকে দোষ দিতেছি-
    কেনো  ভুল টিপ দিলি,
কোন বিবেকে কার বুদ্ধিতে
     এই কাজটি করিলি।