ভুলে গেলে চলে? (১৮১৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৯-২০২২
----------------------------------
অবহেলা কেন করো তুমি প্রতিক্ষণ?
বুক ফেটে কান্না আসে দুঃখ পায় মন।
মন ভেঙ্গে চৌচির হলো নয়নেতে জল
শরীর মন অবসাদ হয়ে দেহে নাহি বল।
দিলে যতসব প্রতিশ্রুতি সব ভুলে গেলে
সতত দূরে থেকো  আমায় একা ফেলে।
আঘাতে আঘাতেই মন করে  জর্জরিত
তুমি কেন  কষ্ট দেও আমায় অবিরত?
এসো কাছে  বসো পাশে খুশী হবে মন
ফিরে পাবো ভরসাটুকু খুঁজে পাবো ধন।
তুমি যদি দূরে থেকো আমি যাবো মরে
খুঁজে আর পাবে না যে যদি জমে ধরে।
সেই দিনের সেই কথা নেই কেন যে মনে?
আস্তে আস্তে শেষ হবে সব অপ্রেয়োজনে।
চিন্তা করবো না কিছু ছুটবো না আর পিছু
থাকবো যে একা একা ছেড়ে সব কিছু।
যদি ভুল ভেঙে কাছে এসো কখনো বা তুমি
সব ভুল ক্ষমা করে দিব তখন আমি।
ঝরবে চোখের জল যখন থাকবো না আমি
পড়ে রবে কথাগুলো স্মৃতি তে নয় দামী।