ভুলের পিছে ছুটছি
        এম, এ, সালাম
              ০৯-০৭-২০
  
        আধাঁর রাতের যাত্রী সেজে
              চাঁদের আলো চাও,
         বোকার স্বর্গে পা বাড়িয়ে,
              কোন সে দূরে যাও।


         সেজেছ তুমি বর বেসে
               কনের খবর নেই,
          গাছে কাঠাল গোঁফে তেল,
               একেই বলে ভাই।


          চলছো তুমি শূন্যে হাতে
            পকেট তোমার খালি,
          সময় মত এই অপবাদে,
              দিবে তোমায় গালি।


          হায়! হবু শ্বশুর বাড়ী যাবে
               মনের মাঝে আশা,
           মনের মাঝে কু-মতলব তোর,
                বাঁধছে বুঝি বাসা।


         এই ধ্যান ধারনা পরিহার করে
                হাট দিনের বেলা,
           রাত পোহালেই শুরু হবে,
             ভুল বোঝা বুঝির পালা।