ভ্রূণের কান্না
এম,এ,সালাম
  ২৩-০৪-২১
~~~~~~~~~~
কন্যা ভ্রূণ আক্ষেপ  করে
   মায়ের কাছে বলে,
আমি ছোট্ট রক্তের পিন্ড
    নষ্ট করলে চলে।


মা,ধরায় জন্মাতে চাই
   আমায় মেরো না,
কি ক্ষতির কারণ আমি?
   হায় একটু বল না।
  
আমিও মা হতে চাই মাগো
   ধরায় মায়ের মতন,
এই অধিকার কেড়ে নিও না
   পারলে করিও যতন।


আমিও দুগ্ধ বিলাতে চাই মাগো
    ল্যাক্টিন প্রটেক্টিন রুপে,
মাতৃত্বের সাধ নিঃসৃত করিব
    মম এ যৌবন সপে।


মা,ঋতুস্রাবের প্লাবিত ধারায়
   আমি  ক্ষরিত হবো,
মেরো না আমায় বাঁচিয়ে রেখো
    জন্মিলে কষ্ট মেনে নিব।


মাগো তুমি যদি কন্যা রুপে
   মেনে নেও বার বার,
যৌবনের সাধ মিটাব পারলে
   মোর জীবনের অহংকার।